বাবা কষ্টে সৃষ্টে একটা পুরোনো বাড়ি কিনে সারিয়ে নাম দিয়েছিলেন ” করুণা নিকেত”। প্রতি সন্ধ্যায় প্রার্থনা ছিল, ঠাকুর মা স্বামীজী ছিলেন….
আগে হয়নি, এখন মনে হয়, যা করুণার নিকেত ছিল তা কি নিজ নিকেতন ছিল না? তিনি এই বোধেই লালিত ছিলেন, তাঁকে নিবেদন করে নিজে খাও।
বাবাকে মাকে কখনো নাম ধরে ডাকেন নি। স্বপ্নে স্পষ্ট শুনলাম বাবা মা কে “মন” বলে ডাকছেন। ঠিক ১৪ বছর, মানে, মোটামুটি এক বনবাস সময় গুঁড়ি মেরে পার হয়েছে কতগুলো ভেষজগুণ জংলা জলা…. বাবা মায়ের হাত ধরে মন বলে ডেকে বলছেন নিজনিকেতনে যাওয়ার কথা… এসরাজে বলছেন “মন, চল নিজ নিকেতনে….” আর আমরা তিন ভাইবোন থেকে গেলাম করুণা নিকেতে ….
এবার বাবার ছবির পাশে মায়ের ছবি বসাতে হবে, একই মালায়, একই রজনীগন্ধায়….