কবিতায় চিরন্তন ব্যানার্জি

ফেরা

সকালে পাখির ডাক শুনি,
বিকেল নদীর জলছবি;
আমি তো এখনও দিন গুনি
সবাই না, কেউ কেউ কবি।
জন্মদিনের ফুল মালা
বাসি হবে রোদে ঝড়ে জলে;
দরজায় যত বাঁধি তালা,
প্রেম বাঁধা থাকে না আঁচলে।
চেনা শালিকের ডানা জুড়ে,
খেলা করে গোধূলির আলো ;
সূর্যের মত জ্বলে পুড়ে
সবাইকে রেখো তুমি ভালো।
ভালোবাসা শিউলি শিশির,
বিহানের প্রথম কবিতা;
ক্রমে ক্রমে কমে আসে ভীড়,
হাত ছাড়ে পরিচিত মিতা।
রাত্রির শেষ ট্রেনে একা,
রাজ্যের পিছুটান ছেড়ে,
হঠাৎ আচম্বিতে দেখা-
রাইকিশোরীও বাড়ি ফেরে।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।