কবিতায় চন্দন বাসুলী

দাঙ্গা ও ভালোবাসা

এটি একটি টিপিক্যাল মানসিক ব্যাধি
কিছু মানুষরূপী অমানুষের ;
বিশ্বব্রহ্মান্ডের উন্নত চিকিৎসা ব্যবস্থায়
এর এমন কোনো থেরাপি নেই যা আরোগ্যের
পথ বাতলে দেয়;
শুধু অপার ভালোবাসা ছাড়া !

ব্ল্যাকহোল -২

কৈশর থেকে মৃত্যু পর্যন্ত
কে কতবার ব্ল্যাকহোল দর্শন করলো
দরজা ভেঙে-পর্দা সরিয়ে
কে কতবার ভিতর ঘরে প্রবেশ করলো
এসব আলোচ্য বিষয় নয়
বা প্রশংসার দাবিও রাখেনা
অন্দরমহলের সফেন-সামুদ্রিক উত্তাপ সহ্য করে
নির্দিষ্ট এক জায়গায়
কে কত দিন টিকে থাকতে পারলো
তার উপরেই পুরো সংসার জুড়ে বিবেচিত হয়
কে একমুখী আর কে বহুগামী
কে স্থায়ী আর কে অস্থায়ী !

সুখী চাদর

আমার সুখী চাদরের অভ্যন্তরে থাকা
প্রিয় দুঃখ গুলো
কিঞ্চিৎ বাঁচতে শিখেছে
গোপনে ,
প্রতিবেশী যুবতী
সেই খবর থেকে ঢের দূরে
সে প্রতিদিন তিন বার
মাসে নব্বই বার
বছরে হাজার পঁচানব্বই বার
আমার সৌখিন কাঠামোর প্রেমে পড়ে;
কেন্নোর মতো গুটিয়ে
নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার চেষ্টা করি,
যাতে আর কোনো নূতন চাদরের
প্রয়োজন না পড়ে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।