গলিত চাঁদের জল
শনের ঝাড়ে ডিঙ্গা ডাহুকের বনে
ভুটান স্রোতের ধারা।চরতোর্সা মৃতা কুমারী।
শালকুমারের ছায়া গ্রাম একরত্তি
মৃতা কুমারীর প্রসবের শতশত পাথুরে সন্তান
কেমন হা বুকে মুখে পড়ে আছে দেখ্
চিকচিকে বালি কাদার বিছানায়।
ঠিকরে পড়ে আলো করোটির পাথরের মতন
আর কিছু জীবাশ্ম বোধহয়!
সোনালী আলোর চান রূপোলী জলের
একটা নিশুতি রাত, একা পেঁচা কেমন উড়ে যায়
দুঃস্বপ্নের মতন ফেনা তুলে।
শর্বরী আলগোছে তার সুডৌল স্তনদুটি
জমা রেখে আসে ঢোল কলমীর জঙ্গলে।
নারী অস্তিত্ব বিহীন পৃথিবীর স্বাদ নিতে চায়
বড় স্থির বড় শীতল সেই পৃথিবী
একটা নদী একটা দেশ একটা চাঁদ
একটাই আকাশ।ছড়ানো পাহাড় সেই একটা।তবুও বহুমাত্রিকতার জীবনে
অনন্ত এক সূর্য সেতুর খোঁজে ধাবমান
অনুভূমিক জীবন খোঁজে উলম্ব জীবন
এই ক্ষয়িষ্ণু শিরদাঁড়ায়
এক রশ্মি তেজের আলোক অবলম্বন।