উত্তরবঙ্গের (ডুয়ার্সের ) আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত একটি গ্রামে জন্ম,
সাল 1992,
আসলে খুরশিদ এই গাড়িবাড়ি অট্টালিকার দেশে তিনি তার পরিচয় গোপন রাখতে বেশ স্বচ্ছন্দবোধ করেন,
আইডেন্টিটি বলতে ভোটার কার্ড কিম্বা রেশন কার্ড নয় জীবনের বহু জায়গায় তার এই অকপট স্বীকারোক্তি,
সাদাকালো অক্ষর নিয়ে তার ঘর -বসতি
চূড়ান্ত ফ্লপ মেরে ধুলোবালিতে মিশে থাকা তার কবিতা পান্তাভাতের মতো ঠিক আটপৌড়ে ইহা তিনি মানেন খুরশিদের প্রথম কবিতা প্রকাশিত হয় নদিয়ার চাকদহে ডিঙি পত্রিকায়, তারপর মুজনাই, স্বপ্নের কনভয়, দৈনিক বজ্রকণ্ঠ, নবপ্রভাত, এক পশলা বৃষ্টি ইত্যাদি আরও অনেক পত্র পত্রিকায় বাংলাদেশের বেশকিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে তার কবিতা, বর্তমানেও ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে চলেছে , সাথে আছে একটি কাব্যগ্রন্থ এবং পাঁচটি কবিতার সংকলন
মেঘেদের ঘরবাড়ি
বিশ্বাস ছিলো না সেখানে বিন্দুমাত্র
নির্বোধ কাকেরা ঝড়ের সাথে কোরাস গেয়ে উঠলো
পিঁপড়েদের লম্বা মিছিল দেখে
কী যেন একটা পূর্বাভাসের সংকেত ভাবলাম