মেহেফিল -এ- শায়র কাজী জুবেরী মোস্তাক 

অপেক্ষায় আছি 

অবলীলায় আজ আমি অপেক্ষায় আছি
তুমি ঠিকই চলে আসবে এ আমি জানি ;
তোমার আসার অপেক্ষাতেই দিন গুনছি ।
আসবেই যখন তখন কিসের এতো দেরি
প্রাচীন কালের বিগত বছরগুলো দেখি ;
দেখি থেমে থাকা দেয়ালে ঝোলানো ঘড়ি ।
উত্তরাধিকাররা যখন মৃত্যু কামনা করবে
তার আগেই আমার কাছে চলে আসবে ;
অবহেলার মুহুর্তের আগেই যাবো গন্তব্যে ।
যেখানে যেভাবে ইচ্ছে তুমি আসতে পারো
ঘুমন্ত শহরে বিচরণ কালে আসতে পারো ?
হৈ হুল্লোরের শহরে নীরবেই আসতে পারো ।
তুমি জীবনেরই অংশ তুমিহীনা আমি শূন্য
স্তিমিত ব্যথাতেও অপেক্ষা তোমার জন্য ;
এ আমার আজন্ম অপেক্ষা তোমার জন্য ।
সবার অপ্রত্যাশিত হলেও তুমি কিন্তু সত্য
আমার কাছেও তুমি সর্বাবস্থাতেই কাম্য
তাই আমৃত্যু অপেক্ষা আজ তোমার জন্য ।
তুমি জীবনের অংশ তবুও অনাকাঙ্খিত
যৌবনেও কিন্তু তুমি ছিলে অপ্রত্যাশিত ;
বৃদ্ধাশ্রমে যাবার পূর্বে আজ তুমি কাঙ্খিত ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।