কবিতায় উজ্জ্বল সামন্ত

“সম্পর্ক”

সম্পর্ক তৈরি হয় জন্মসূত্রে
নয়তো তৈরি করে নিতে হয় নিজেকে ,
সম্পর্ক খুব সূক্ষ্ম বিশ্বাসের বাঁধনে
সম্পর্ক নির্ভর করে ব্যক্তি বিশেষে।
সম্পর্ক মধুর স্নেহে ভরা মা ও সন্তানের
সম্পর্কের বাঁধন স্বামী-স্ত্রীর প্রেমে,
সম্পর্ক প্রাণবন্ত প্রেমিক-প্রেমিকার বন্ধনে
বেনামী সম্পর্ক কিছু জন্ম নেয় পৃথিবীতে ।
সম্পর্কের বাঁধন কখনো অটুট কখনো আলগা
সম্পর্ককে বাঁচিয়ে রাখে বিশ্বাস ভালোবাসা স্নেহ মমতা ,
সম্পর্ক বড় ঠুনকো কখনো একটু আঘাতে ভেঙে চুরমার ছিন্ন বিচ্ছিন্ন তার বাঁধন খুলে।
সম্পর্ক স্বচ্ছ জলের মতো বর্ণহীন
একটু আঘাতেও ভঙ্গুর কখনো
সম্পর্ক আবেগি ভাবহীন লেশহীন
চিহ্ন /দাগ থেকে যায় জোড়া লাগলেও।
সম্পর্ক অনেক জন্ম নেয় পৃথিবীতে নামিদামি , নামহীন পরিচয় হীন কখনোও,
সম্পর্ক পবিত্রতা অর্জনে আবারও
নোংরা পরকীয়ায় জড়িয়ে পড়ে ,
সম্পর্ক কখনো টিকে জোড়াতালিতে
সম্পর্কের চরিত্র কখনো ছোটগল্প্
সম্পর্ক আবার কখনো দীর্ঘ উপন্যাসে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।