মাতা আমায় ছুটি দিতে বল ,
খুব টেনেছি দেশপ্রেমের চোলাই
এখন আমি সরোবরের পাড়ে
খেলবো শুধু দূষণ দূষণ খেলাই
তুমি বলছো মিটিং মিছিল হবে
“ষাঁড়” গরুটাও “Sing” বাগালো তাই ,
সব দিন যদি ধর্ম বিভাগ হয়
একদিনও কি কলেজ ভাঙতে নাই ?
আমি তো বেশ ভাবতে পারি মনে ,
সূর্য অস্ত গেছে ভারত থেকে
চা ওয়ালা বাক্স প্যাঁটরা নিয়ে ,
দিচ্ছে পাড়ি সুদূর মিউনিখে
আঁধার হলো , ফাদার্স আইডি কার্ড !
মূত্র হয়ে এলো কলের জল !
পাচার হওয়া গোরুও এলো ফিরে ,
সঙ্গে এলো গুচ্ছ মূলের দল ।
মনে করনা ছুটলি খেয়ে তাড়া
শ্বাস নিচ্ছিস গোবোর গ্যাসে যেন ,
ধানের বেলা “সোনা” যদি হয়
গোরুর বেলায় তাই হবেনা কেন ???