কবিতায় আলোক মণ্ডল

১. ভয়

বড় অচেনা অচেনা এ শহর!
চেনা গন্ধ হারিয়ে
দাঁড়িয়ে একাকী, কোনঠাসা
নিঃঝুম চেনা ঘর।
ঢাকা মুখ, আততায়ী ছায়ারা হাঁটে
ভয় হয়, কখন আসবে ছুঁয়ে যাবে!
ভয় নিজেকে, নিজের দু’টি হাতকেও।

২. চর্যাপদী শব্দপ্রেম

একটি কবিতায় বলেছিলাম,রানুদি তুমি এলে স্ট্রিট লাইট জ্বলে ওঠে,
একটি অভাবনীয় সন্ধ্যায়
বৃষ্টির জলের দাগ যতক্ষণ না মিলিয়ে যায় ততক্ষনই
আলো আলো ভাব
তারপর গাত্রহরিদ্রা তৎসম শব্দ প্রেম
আরও একটি শৃঙ্খল জিনগত ঝংকার তোলে,
রানু দি তখনও কি আসেন,খিদে পায়, জ্বলে ওঠে সান্ধ্যপ্রদীপ?

৩. বহুতল এবং

ঘরে ফেরা পাখির ডানায় গেঁথে দিলাম একটি বিকেল
বহুতলের ছাদ থেকে দেখা পৃথিবীটা গোল,
গাছগাছালি মোড়া শহর,ছায়ার অভাব!
জানালায় রাখা বনসাই মুখ বাড়ায়
আর একটি রোদের অপেক্ষায়
রং মেখে নেয় পশ্চিম আকাশ পর্দার আড়ালে।
সিঁড়ি ভাঙলে এক একটি মোহরকুঞ্জে
তীব্র অনুশীলন
পৃথিবীটা এখানে চ্যাপ্টা হতে হতে চতুর্ভুজ-আয়তকার-ত্রিভুজ।
নেমে আসি অতলে নীল অবতলে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।