মেহেফিল -এ- শায়র আলম তৌহিদ
অব্যর্থ শব্দতীর
এই বিজয় দিবসেও তুমি এলে না
দারুণ ব্যর্থ আমার সমূহ আহবান
গ্লানির ধূসর সরোবরে রেখে আসে
মোহন বেদনার অদৃশ্য অনুকণা।
বুকের সরুপথে ওড়াও অহংপাখি
আমি তো তাকাব না মেনেছি পণ
অহেতুক অকাল মেঘের সুরভিতে
ভেজব না আমার আহত হৃৎপিণ্ড।
যে হৃদয়ে খুদিত আছে বিজয় শব্দ
নিঃশ্বাসে বিশ্বাসে যার মুক্তির গান
বঙ্গবন্ধুর ভাষণের অব্যর্থ শব্দতীর
সে গেঁথে রাখে গানে ও কবিতায়।