কবিতায় অরূপ সরকার

শবদেহের কথা

তুমি বরং ফেরত যাও,যেখান থেকে এসেছিলে
তোমার মা তোমায় মানুষ করেছিল কোলে পিঠে।
দেখি তো তোমার রক্তের রং কি,শরীর দুভাগে চিরে;
দেহ নিথর  না হলে কী আপত্তি জানাতে?
অনেকেই  শুয়ে আছে কত শান্ত হয়ে
যারা হাত লাগিয়ে ছিল খননকার্যে,
এ সভ্যতা তাদের ছিলও না কস্মিনকালে
নিয়ম এটাই,চিতকার চিরকাল চাপা থাকে হাসির আড়ালে;
কতশত মহতসব,  কত গেল কাফিলা,
ভুগোলের ও কিছু ইতিহাস থাকে অজানা
তুমি ব্যাক্তি নও তুমি শ্রেণীর,তাই তুমি জনোনা
মিশে থাকলেও তেল জল কখোনো মেলেনা,
একটু ঢাকনা খুললেই  ছড়িয়ে পড়ে অপবাদ
গলা  টিপলে কখোনো  মরেনা প্রতিবাদ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।