মেহেফিল -এ- শায়র অনিকেত সুর

একটি পাখির পালকতার হেমন্ত গান

আকাশের নীল বুক থেকে এক পাখির পালক
নিশ্চুপ নেমে আসে শার্সিতে — ‘মনে পড়েপাখি ছিলে
সবুজ পাতার ফাঁকেফিরে দেখোছোঁও,’ এই বলে
সে ঢুকে পড়ে মানবীর রূপেতার চুম্বণ থেকে
ঝরে চলে হেমন্তের শব্দরাশিকলকল তানে
নাকিছুই বলি নি; কেবল তার সুকোমল স্তন
ছুঁয়ে দেখিপাঁচ আঙুল বেয়ে নেমে যাচ্ছে পাঁচটি
গানের সুরধবল দুধের নহর। কৈশোরক
স্বপ্নের ঘোরে আমি মেতে উঠি নক্ষত্রের আলোয়
হেমন্ত বাতাসে আবার উড়ে গেছে এইমাত্র সে।
আকাশ ভেঙে শব্দেরা অবিরল সঙ্গমনন্দনে
ঝরে যাচ্ছে সেই থেকে নদীজলঅরণ্যপর্বতে
খরাদগ্ধ মাঠেঘুমেজাগরণে। সারাদিন যদি
কাজ — তোমার চুম্বনছোঁয়াতার কল্পকলনাদে
সে কেবলি স্বপ্নবিদ্ধ উড়ে চলাসকাম সঙ্গীত
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।