কবিতায়ণে সঞ্চালিকা আচার্য

শীর্ষ অভিনেত্রীর ভূমিকায়…

“This train moans in a way that ain’t quite right”
স্বপ্নের মধ্যে ছুটি এসে তাঁর অমোঘ ঘণ্টা বাজায়।
একটা প্লট সাজায়, যেখানে দেখছি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে এক ছাত্রকে বোঝাচ্ছি―
এটা হল প্রাইড আর ওটা হলো arrogance
(“শেখাও ব্যালান্স” ——- কে বললো!)
অন্য কেউ না, আমিই।
তারপর একটু থামি, আর হেঁটে আসি দীর্ঘ করিডোর।
এ স্বপ্ন নয়, বাস্তব।
তারপর আমারই শব
যখন রাতের শেষ প্রহর, ভাই ও প্রেমিক-কে একইসাথে মেসেজ করে,
“আমি শালা একনম্বরের হিপোক্রিট” (আসলে তো কিছু আহা উঁহু চায় বুকের রিড)
তারপর আমার চাবিসম মাথা যখন ঢুকে যাচ্ছে অবধারিত বালিশ-তালার ভেতর
আমার অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা আরেক আমিই
হিস হিস গলায় উগরায় তার সারকাস্ম―
এখনও অর্গাজমের পদ্ধতিগুলো তুমি ভালো রপ্ত করতে পারো নি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।