কবিতায়ণে মৌসুমী মণ্ডল দেবনাথ
ছায়া
আমার ব্যথার উপরে কে যেন
ঝুরো ঝুরো মাটির প্রলেপ দিচ্ছে রোজ
একটি সমাধি বেদী তৈরী হবে আমার …
পাথরের ফলক খোদাই করে লেখা হবে নাম।
অথচ আমি চাই আজ বিকেলেই
আমার সঙ্গে দেখা হবে এক সান্ধ্য প্রতিবেশীর
আমার দুপুরের রোদ মাখা কৌতূহল
তার বন্ধ জানালার প্রান্তে টোকা মারুক
আমি জড়িয়ে পড়বো কথার পিঠে কথায়
যদিও এখন আর তাকে আমি চিনিনা…
তবুও সে বলুক আমি তার অতি পরিচিতা
সে বলুক প্ৰথম দেখা হওয়া বিকেলটি’র কথা
ফিরে আসুক আমাদের মাঝখানে উড়ে যাওয়া
একমুঠো বুনো ফুল ও ধুলোবালির প্রহর
দেখা হোক কোনো এক কফিশপের উষ্ণ গল্প ঝড়ে
আমাদের কথোপকথনে থমকে যাক একটি হলুদ ঋতু
আমি সেই পরিচিত গাছেদের ছায়াসমূহ জড়ো করছি।