কবিতায়ণে মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কলম কথা বলুক
সযতনে মোরা রেখেছেনু যবে
সেদিন কোথায় ছিলে?
কত উৎসব ভরেছে অলিগলি
আসো নি তো সবে মিলে ।
জানতামি না ভাষার মর্ম
দিবস তো অনেক দূর
আজ কত সহজে সেজে উঠেছে
শব্দ ভেসেছে দূর হতে বহুদূর।
এত কোলাহল কিসের বিভেদ?
কলমেই যদি না থাকে কালি
ঢাক ঢোল পিটে পুজো অর্চনা
সবই তো সেগুড়ে বালি ।
আজ কোনো নেই আপসোস
পেরেছি তো জাগিয়ে দিতে
আমি আর কী বা পারি
শুভেচ্ছায় চারিদিক মেমেন্ট কবি।
প্রতিষ্ঠানের হাওয়া সুন্দর
যদি হাওয়া না লাগে গায়ে
ঘরে এক থাল ভাত বাড়া আছে
আর কি কিছুতে যায় আসে?
কেটো না গাছ , কেটো না নাক
শ্বাস বায়ু চলে যাবে
মনের হরষে বাঁচিও মরা ,
শুধু খুশির ছড়া কেটে ।।
সম্মান পেলে তবে দিতে পারি
আক্রোশহীন পথঘাট চলুক
আজ আছি কাল নেই ভালোই হবে
শুধু কলম কথা বলুক ।।