মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে ঝাউগাছের ছায়ায়
যে পাখিটি শিষ দিয়ে চলে গেল সূর্যাস্তের পথে
যে পাখিটি স্বপ্ন ভাঙে নক্ষত্রের রাতে
তাদের সঙ্গে কথা আছে আজ,
স্বপ্ন নিয়ে।
স্বপ্নের রং সে চেনে না
অন্ধকার সাঁতারে দেখেছে
লাল, নীল আলোদের খেলা,
তাদের ছুঁতে গিয়ে ছুঁয়েছে আগুনের ভেলা।
যে ছেলেটি ফেবুতে প্রথম প্রোপোজ করে
সে এখন আমেরিকায়
মুঠো মুঠো স্বপ্ন তার ডানায়
রোজ রাতে বলে, কী চাই?
মেয়েটা বলে, শরীর
যে শরীরে থাকবে না অশরীরী ছায়া;
ছেলেটি বুঝল না,ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিল তাকে
বুঝল না তার স্বপ্ন ঝাউপাতায়
মাটিতে মিশতে মিশতে যারা বলে যায়,
ভালো থেকো, ভালো থেকো।