মেহফিল-এ-শায়র এম.জে মামুন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শৈশবের স্মৃতি
কবিতা আমার শৈশবের স্মৃতি
কৈশোরের ডাংগুলি খেলা,
কবিতা আমার হামাগুড়ি বাল্য শিক্ষা
পূব দীঘিতে ঢেউয়ের মেলা।
কবিতা আমার মাধ্যমিকের স্কুল বন্ধু
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোর দিন,
কবিতা আমার বন্ধুদের নানা নামে ডেকে
এটা সেটা আনন্দ করতাম সীমাহীন।
কবিতা আমার লাল সূর্য স্বাধীনতা
আমার সকল বাচনভঙ্গি,
কবিতা আমার বিরক্তিকর একাকিত্ত্বের
একমাত্র চলার সঙ্গী।
কবিতা আমার নিশ্চুপ কথার ধ্বনি
প্রতিবাদের শাণিত অস্ত্র,
কবিতা আমার মায়ের করুণ কান্না
বোনের লজ্জা নিবারণ বস্ত্র।
কবিতা আমার মায়ের মধুর ভাষা
সন্তানের সুখে ক্লান্ত বাবার ঘাম,
কবিতা আমার প্রতি আদর মাখা
বোনের ভালোবাসা অবিরাম।
কবিতা আমার জয় বাংলার বজ্রকণ্ঠ
বাঙালির মুক্তির সনদ,
কবিতা আমার একাত্তরের মুক্তিযুদ্ধ
রক্তমাখা কোক নদ।
কবিতা আমার দেশের সৈনিক
সাহসী যোদ্ধা রণ ক্রান্ত বীর,
কবিতা কভু অন্যায়ে মাথা ঠুকে না
হইউক যে ছিন্ন করে শির।
কবিতা সবার মনুষ্যত্বের বিজয় নিশান
বিশ্ব বেবাক অপলকে তাকিয়ে রয়,
কবিতা জন্মে বারবার বীর দর্পণে এসে
দুঃশাসনকে ভেঙে চুরে করে ক্ষয়।