এই সময়ের লেখায় বর্নালী সেনগুপ্ত

Virus যে আমাদের জীবনকে ছন্নছাড়া করে দেবে ভাবতে পারা যায় নি।। Virus রোধ করতে সরকার ঘোষণা করল Lock down, ভয়, ত্রাস, আতঙ্ক – Lock down এর প্রধান অনুভূতি। বাড়িতে আছি, ছেলেরাও বাড়িতে, তবে husband বাইরে ship এ আছে বলে কিছুটা চিন্তিত, আমি housewife, বাড়ীতে সারাদিন থাকার অভ্যাস বরাবর। কাজও করতে হয়, তবে এখন যেন কাজের সীমা পরিসীমা নেই ছেলেরাও কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসছে, এটা আমার কাছে Lock down –র উপরি পাওনা। আর একটা মিষ্টি experience –র কথা বলি – দূর দুরান্ত থাকা ভাই বোনেদের সাথে video chatting, অনেক বছর পর যোগাযোগ স্থাপন বহুবছর যাদের চোখে দেখিনি। তাদের আবার দেখতে পেরে (Virtual –ই হোক) কথা বলতে পেরে খুবই খুশি। কিছুক্ষনের জন্য হলেও ভয়, দুশ্চিন্তা ভুলে থাকা যায়।
সবার সুস্থতা কামনা করি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।