“এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো” বিশেষ সংখ্যায় পম্পা দেব

অলৌকিক

অলৌকিক এক চাঁদ উঠেছে আকাশে।
তার সারা গায়ে গতজন্মের ক্ষত ,
রাত্রির ভেতর দিয়ে যেতে যেতে
কারা যেন ফিসফিস করে কথা বলে,
কবেকার সিন্দুক খুলে উড়ে যায় জমানো ডাকটিকিট,
কাফকা , কামু , ব্যোদলেয়র এর লেখার খাতা..
এফিটাফ থেকে দু’একটি সূর্যমুখী চারা
অন্ধকার ভেদ করে পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছে !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।