মেদিনীপুরের মেডিকেল কলেজ তোলপাড়। রাতে প্রসব আর সকালেই উধাও সদ্যোজাত। অবিলম্বে বাচ্চা ফিরিয়ে দেওয়ার দাবিতে পরিবারের লোক বিক্ষোভ দেখান। ইতিমধ্যে পরিবারের লোক বাচ্চা চুরির অভিযোগ দায়ের করেছেন মেদিনীপুরের কোতোয়ালি থানায়। খোঁজ শুরু হয় চাইল্ড হাবে, শোনা যায় সেই সময় মা ঘুমোচ্ছিলো ও ঠাকুমা ও দিদা বাইরে খাওয়ার খেতে গিয়েছিলো সেই সুযোগেই বাচ্চাটিকে চুরি করা হয়। ফিরে এসে বাচ্চা না দেখে কর্মরত নার্সদের জানানো হয়। শুরু হয় খোঁজ কিন্তু কোনো হদিস মেলেনি। তবে হাসপাতালের কর্তৃপক্ষ ঘিরে উঠছে প্রশ্ন কীভাবে এতো কড়া নজরদারি থাকা সত্ত্বেও উধাও হয় সদ্যোজাত! যদিও হাসপাতাল কোনো উত্তর দেয়নি আর সুপারের থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।