• Uncategorized
  • 0

“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় পার্থ সারথি গোস্বামী

দ্যাখে যাও কেমন লায়েক হইছি

রবীঠাকুর হে বাপ,
ভাগ্যে যুগ ট পিথক ছিল । বাঁচ্যে গেলে ,
নাই পাল্যে কন চাপ ।
রবী ঠাকুর হে বাপ ।।
জনম লিতে তুমি যদি ই ফ্যাস বুকের যুগে,
দ্যাখতম কেমন নাম কিনতে ইট সেট লেখ্যে ।
সারা জনম লেখল্যে কেবল গুচ্ছেক পেমের গান,
এমন পারা লেখ্যে এখন নাই পাত্যে কন মান ।
এখন ঘরে ঘরে কবির জনম , ইখেন সেখান সব
কবিতা বিয়ায় যেখান সেখান হরদম মোচ্ছব ।
এখন সবাই রবী , সবাই কবি , আধুনিক মেহ্ফিল
চাঁদের সঙ্গে হনুর পঁদে জুড়ে দিছেক মিল ।
আর লেখ্যেই কি দম লিছেক ,
লেখ্যে পরেই ফ্যাস বুকের পোষ্টে ঢুকাই দিছেক ।
একটু বাদে হাজার লাইক , কমেন্ট নয় শতক ,
বল দেখি ন , এত জলদি নাম, তুমার যুগে হল্যে হত্যক ?
ইট বুঝেছি ,নবেল দিয়ার লোক গিলান খাইছে চোখের মাথা ,
নাল্যে আইজ ঘরে ঘরে ত ডজন ডজন নবেল ঢুকার কথা ।
সারা জনম লেখ্যে তুমার শুধু সঞ্চয়িতা, গীতাঞ্জলি,
আইজ আ-ভুজনা কবিও বাপের জোরে , বরের নোটে কত কাব্য ছাপাই লিলি ।
এইত সেদিন দিল্লির এক বাসে ,
গটা কতক পশু মিল্যে খাইল মাইয়া ট কে চুষ্যে ।
সে ট লিয়ে হাজার কবি লেখল্য ঘরে বস্যে,
তার দরদ নিজের দরদ লিল মনে পুষ্যে ।
ফ্যাসবুকেই তার পতিবাদ , হাজার ট ধিক্কার
কত কবিতা জনম লিল হিসাব নাইক তার ।
মাইয়া ট ত নরক ভ্যুগ্যে , শেষে মরেই গেলেক –
কবিরা সব তাকে লিয়েই নিজের বাহাদুরি দেখাই লিলেক ।
তার যা হবার হক না কেনে , কবিতা লেখা চাই ,
কলম ট কে কন্ডম পরাই আয় আবার খঁচাই ভাই ।
তাই বলি হে বাপ, ইট তুমার যুগ আর নাই,
ই যুগে কি শুধু ছন্দ মিলাই জয় বলান যায় ।
রবী ঠাকুর হে বাপ ,
দেখ্যে যাও আমরা কেমন লায়েক হইছি-
কবি বন্যেছি – নাই কন আর চাপ ।
রবী ঠাকুর হে বাপ ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।