নতুন বছর পুরনো জুতো আর চুরি যাওয়া সম্মানকে বাঁচানোর প্রবল তাগিদে ছাতাটাকে সামলে ধরল অনিমেষ ।
অনেকক্ষণ ধরে তলপেটে তীব্র যন্ত্রণাটা হঠাৎই মাথা চাড়া দিয়ে উঠল।
সকাল থেকে কিছুই পেটে পড়েনি। আজকেও ব্যর্থ সে। টানা ছয় বছরের চেষ্টা চলছে চাকরি পরীক্ষায় ভালো ফল করার।
ছ বছর পর……
প্যারিসের সেন্টিয়ার টার্মিনালে হঠাৎ দেখতে পেল নিখিলকে।প্রবল উত্তেজনায় নিখিল সোল্লাসে জড়িয়ে ধরে পুরনো বন্ধুকে।
নিখিল একটি চিঠি দেয় অনিমেষকে, চিঠি না বলে নোট বলাই ভালো তাতে লেখা-
“জীবন যুদ্ধে পালিয়ে যাওয়া এস্ক্যাপিস্ট কে.. অ্যাকসেপ্ট করাটা খুব কঠিন।“
নিখিল আলতো হাত রাখে অনিমেষের কাঁধে। বলে গুছিয়ে একটা চিঠি লেখ ভাই।
….. অনিমেষ ভাবলেশহীনভাবে দূরে আইফেল টাওয়ারের দিকে তাকিয়ে থাকে, আর মুচকি হেসে বলে-যুদ্ধ এখনও শেষ হয়নি বন্ধু।।