অনঙ্গদীপ বসুর কবিতা

সাঙ্গীতিক পরিসরে বেড়ে ওঠা। স্কুলজীবন এবং পাঁচ বছর বয়স থেকে হুগলী জেলার উত্তরপাড়ায় বসবাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর স্তরে পাঠরত। এছাড়াও অনুবাদের কাজ। শখ : পড়ানো, তবলা, ক্যাকটাস, বই পড়া, ছবি আঁকা, সিনেমা ও নাটক দেখা। প্রকৃতির সাথে, পশুপাখিদের সাথে থাকতে ভালোবাসেন। প্রকাশিতব্য বই : সমুদ্রগড়।

বর্ষা

এটা কি শ্রাবণমাস ?
অথচ বৃষ্টির কোনো ছিটেফোঁটা নেই।
শুধু মেঘ গুমোট বেঁধে অস্বস্তি বাড়াচ্ছে প্রতিদিন
বাতিকগ্রস্ত রুগির মত লুকিয়ে আছে পর্দার পিছনে
আশা, ক্ষোভ। জুতোর তলায় কোনো কাদা নেই
রাস্তায় বেরোলে সহজেই সিগারেট একটার পর একটা
ধরিয়ে নেওয়া যায়। হাত ধরে বাধা দেবে এমন কি একজনও
আছে? হাওয়া-ঝড়-জল কেউ অন্তত? একা বেঁচে
থাকাই এখন সবচে’ আধুনিক— চিল হয়ে বসে থাকা—
যখন-তখন খরগোশ দেখলেই ঝাঁপ— অথবা খুপড়িতে ঢুকে
সিলিংয়ের মুখোমুখি বয়স বাড়ানো যেহেতু বিছিয়ে থাকা
শাদা ফুলের উপর দিয়ে চলতে গেলেও পা কেটে যায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।