• Uncategorized
  • 0

অণুগল্প ১ বৈশাখের বিশেষ সংখ্যায় নবনীতা চট্টোপাধ্যায়

ডার্ক ফ্যান্টাসি

অনেক বড় চ্যাটালো ঝুড়ির মাথায় স্তুপীকৃত ঘুঁটে| আলের পথ দিয়ে ঝুড়ি মাথায় সে যখন হেঁটে যায় মনে হয় ঝুড়িটাই বুঝি হেঁটে চলেছে| ঝুড়ির নীচে ছয় বছরের ময়না| বাবা হারাণ খেত মজুর,মা মালতি,ঘুঁটে দিয়ে লোকের বাড়ি বাসন মেজে সংসার চালায়|

সংসারে অভাবের শেষ নেই| মাঠের মাঝখানে তাদের চালার বাড়ির ভাঙ্গা ছাদ দিয়ে রোদ জল অকৃপণ ভাবে বিলোয় প্রকৃতি| হারাণ লোকের খেতে ফসল কাটে| প্রায় সময় কাজ পায় না তার উপর আছে গাঁজার টান|  মালতির ভোগান্তির শেষ নেই| ময়না এইসব কিছুই বোঝে না| ছেঁড়া ফ্রক পড়ে সারা মাঠ জুড়ে খেলে বেড়ায়| কখনো কখনো মায়ের সাথে কাজের বাড়ি যায়| সে জানে তাকে কিছু চাইতে নেই| তবু একদিন মায়ের সাথে কাজের বাড়ি এসে না চাইতেই সে এক আশ্চর্য জিনিসের স্বাদ পেল| বাবুর ছেলেমেয়েরা কালো সোনালী মোড়ক খুলে কালো রঙের ক্যাডবেরি খাচ্ছিল| ময়নাকে ওরা একটুকরো ভাগ দিল| গালের মধ্যে গলে গলে যাওয়া সেই অপরূপ স্বাদের কাছে ময়নার শিশুমন সমর্পণ করলো নিজেকে|

বাড়ী ফিরে মায়ের কাছে আবদার করলে মালতি প্রথমে বিরক্ত হলো | তারপর ঝাঁঝিয়ে উঠে বললো “ভগমান ওসব আমাদের জন্য বানায় নি|” অত:পর প্রচুর ক্রন্দন…বায়না…আর মায়ের হাতের মার…| বাড়ী এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল ময়না| রাত্রে মা তাকে ডেকে আদর করে ভাত মেখে খাইয়ে দিতে দিতে বলল”আজ আমার সোনার জন্য একটা গোটা ডিম| বড়ো করে  হাঁ করো তো সোনা| তারপরে অনেক রাতে মায়ের পাশে শুয়ে ময়না শুধাল”মা ভগমান কে? কোথায় থাকে?” বাইরে তখন গলানো রূপায় পৃথিবীকে ভাসিয়ে আকাশে  পূর্ণ চাঁদ| মা ঘুমন্ত চোখে চাঁদ দেখিয়ে বলল”ঐ যে ওখানে|” ময়না কি বুঝল কে জানে| কিন্তু পরম বিশ্বাসে উঠে বসে চাঁদের দিকে দুই হাত জড়ো করে ভক্তি ভরে প্রাথর্না করে শুয়ে পড়ল|

হাঁ ভগবান ময়নার প্রার্থনা শুনেছিলেন| তিনদিন পরে ধানখেতের মাঝে ময়নাকে যখন পাওয়া গেল তখনো তার হাতে সেই কালো ক্যাডবেরি ধরা| কিন্তু ক্যাডবেরিটা খাওয়ার সুযোগ সে পায়নি| তার আগেই তিন চারটে হায়না তাকে চকোলেটের মত খেয়ে শেষ করেছিল| সারারাত ছিন্নভিন্ন ময়না ক্যাডবেরি হাতে শুয়ে থাকল ধানখেতে| মাথার উপর শিশির ঝরিয়ে অঝোরে কাঁদলো আকাশ…বোবা হাহাকারে দীর্ণ হলো মাটি…লজ্জায় মুখ লুকালো নদী…

ভগবানের কোনো দোষ নেই| ময়না তো তাঁর কাছে শুধু চকোলেট চেয়েছিল| চকোলেট খাওয়ার প্রার্থনা তো করেনি…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।