মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বৃষ্টিস্নাত জলের আবরণ
ধুলো-বৃষ্টির দিনে যে চলে যেতে চায়,যাক। এ প্রাসাদ তো তোমার নয়,আমারও নয়! তোমার অপক্ষমতার নিচে চাপা পড়ে গেছে স্মৃতি ও কবিতার পৃষ্ঠাসমূহ!পৌষের ভোরে বৃষ্টিস্নাত জলের আররণ খুলে দেখি,শূন্যতা বাসা বেঁধেছে! দেরাজের দেহ ঘিরে পুড়ে যাচ্ছে অন্তর, পুড়ে যাচ্ছে দেহ মন, যে দিকে তাকাই আগুন আর আগুন।
১৯ নভেম্বর, ২০১৯
সেন্ট্রাল রোড,ধানমন্ডি, ঢাকা