দৈনিক ধারাবাহিক : মৃদুল শ্রীমানী

জেনেটিক্স ও মহা প্রাচীন ভারত
(যে লোক জেনেটিক্স আর ইতিহাস কিছুই জানে না, এটা তেমন লোকের কল্পনা বিলাস। রামগরুড়ের ছানাদের অপাঠ্য)
১০
তো জলে ডুব দিতেই বানর ঋক্ষরজা হয়ে গেল পরমা সুন্দরী কামিনী। আহা, ভূভারতে অতো সুন্দর মেয়ে আর কই? মেয়ে দেখলেই যাঁদের জিভে লালা ঝরে, সেই দেবতাদের মধ্যে সর্বাগ্রগণ্য ইন্দ্র ও সূর্য এগিয়ে এলেন। ইন্দ্র সেই সুন্দরী রূপবতীর চিকুর অর্থাৎ চুলে রেত:পাত করলেন। আর সূর্য ওই কন্যার গ্রীবায় রেত:পাত করলেন।
মেয়ের মাথার চুল থেকে জন্মালো বালী, আর গ্রীবা দেশ থেকে জন্মালো সুগ্রীব।
প্রাচীন ভারতে জেনেটিক্সের উৎকর্ষ প্রমাণ করতে এই বাঁদুরে কাণ্ডটা মনে রাখুন।
চলবে….