গান তোমাকে গাইতেই হবে,
তোমার গানও আসলে সোয়ান সং
হাঁস ব্যতীত আর কিছু নও তুমি
আর পাঁচ জনকে দেখো দুর্যোগের কালো দিনে বাথরুম সং গাওয়া বন্ধ করে
কোয়ারান্টাইন সংগীত গাইছে,
শয়নকক্ষ থেকে স্বেচ্ছাবন্দি জীবনে যাওয়ার কক্ষ মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি সিংহদুয়ার ,
একপাল করোনা ভাইরাস সিংহদুয়ারটি পাহারা দিচ্ছে।