কবিতায় সন্দীপ গঙ্গোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তোমার জন্য
হঠাৎ তোমার কথা ভেবে
শুখিয়ে যাওয়া ফুল গুলিতে
ভোরের শিশির মেখে
যত্নে মালা গেঁথে,
তোমার কথা ভেবে
হারিয়ে ফেলা আবির রঙে
হৃদয় নিয়েছি একে
বসন্ত দিন শেষে।
তোমার কথা ভেবে
শীত ঘুমের এই গভীর রাতে
হালকা মুচকি হেসে
চোখের জলে ভেসে,
তোমার কথা ভেবে
সুখ নামের ঐ অলীক চাদর
রঙিন স্বপ্নে বেধে
চলেছি নিরুদ্দেশে
তোমায় ভালোবেসে।।