• Uncategorized
  • 0

কবিতায় বল্লরী সেন

বাতাসে গাছেদের শ্বাস এসে লাগে|বাতাসে রোদের জিভ বিনম্র দুর্বার তোমাকে না জেনে কোনো এক শরীর জনপদ ভেবে বসে| তুমি রয়েছো হুড্ খোলা জিপে | দু হাতে জুনিপারের বাস, তোমার ফ্রকের পাড় দিয়ে উদাসীনের হ্রদ বেঁকে আছে | এর নাম আরাভেনু| চা বাগিচার পাশে কফিবীজের মরসুম| শীতের গাঢ় কুয়াশায় বীজের থুতনি ধরে তুমি একটু যেন উলের লাল লাগিয়ে দিলে দুষ্টুমি করে |
রাস্তা ঘনালো উল্কাপাতের মতো আলোয় | গলে যাওয়া হিমে তা দিয়ে তোমার থালাময় সকাল একটা বৃত্ত বুনে দিল| তুমি এবার গরম সুজির মধ্যে আঙুলে সেই স্বাদ নাও| আলোয়ান সরাও , আমি অন্ধ তোমায় কেবল হাঁ করে গিলি |
মন্দরাজি, রাজি নও |
এইটুকু দস্তখত্ |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।