হাওয়ায় উড়ছে অজস্র অবাধ্যতা
নিটোল হতে চেয়েও যারা ক্রমশই সরে যায়
স্বচ্ছতার ঝিল থেকে-
আছন্ন হয়ে থাকে আত্মমেহনের অনন্য স্বাদে
তারা শ্রমের অধিকার ফলাও করে
তুলে ধরে নিস্ফলা অভিযান অক্ষরে
এইসব পরিচিত অপচয় নিদারণ প্রশংসাকামী।
পাশেই কিন্তু বহমান উদাসীনতা নিয়ে সাধনার মুখ
অদৃশ্য আগুনে শুদ্ধ করে মন সংখ্যালঘু কলম-ই।